পৃষ্ঠাসমূহ

~TREE PLANTATION~

NEED GREEN WORLD...

GREEN WORLD
Share

সোমবার, ৪ জুন, ২০১২

Alstonia/ছাতিম ফুলের গাছ


Alstonia / ছাতিম ফুলের গাছ - 

ছাতিম/ALSTONIA

বাংলা নাম: ছাতিম,English: Dita bark, Devil tree বৈজ্ঞানিক নাম: Alstonia scholaris,

গোত্র: Apocynaceae ছাতিম অক্টোবর মাসে ছোট ছোট সবুজাভ থোকা থোকা সুগন্ধী

ফুলে গাছটি ছেয়ে যায়।

============================================

These trees can grow very large, such as Alstonia pneumatophora, recorded with a height of 60 m and a diameter of more than 2 m. Alstonia longifolia is the only species growing in Central America (mainly shrubs, but also trees 20 m high).

============================================

চির সবুজ এই বৃক্ষ বাংলাদেশের সব জায়গাতেই দেখা যায়। গাছটির স্পেসিস নাম ’স্কুলারিস’ কারণ এই গাছের কাঠ স্কুলের বাচ্চাদের লেখার স্লেট তৈরীতে ব্যবহৃত হয়।

ইংরেজীতে গাছটির নাম ’ডেভিল ট্রি’ বা শয়তানের গাছ , এর কারণ আর কিছুই নয় মানুষের কল্পনা।  দারুন সুন্দর দেখতে এই গাছটি লম্বা, ধুসর রুক্ষ বাকল। ছাতিমের ডাল ও পাতার বিন্যাসটা চমৎকার, একটা পয়েন্ট থেকে অনেকগুলো ডাল বা পাতার সৃষ্টি হয়। পাতাগুলো কিছুটা গোলাকৃতির, চামড়ার মত পুরু, গাঢ় সবুজ, ডালের প্রতিটি পয়েন্ট থেকে ৪-৭টি পাতা বের হয়। ফুল ফুটুক আর নাই ফুটুক গাছটির আকৃতি খুবই সুন্দর।

ছাতিমের কাঠ খুবই নরম প্রকৃতির, এর কাঠ দিয়ে সাধারনত প্যাকিং বক্স, ব্লাকবোর্ড ইত্যাদি  তৈরী করা হয়। এর বাকল রক্তআমাশয়ে ও জ্বরের চিকিৎসায় ব্যবহৃত হয়। পশ্চিমা দেশগুলোতে মানুষ এই গাছের নীচে বসতে বা এই গাছের নীচ দিয়ে যেতে অনিচ্ছুক কারন শয়তানে ভয় এর ফল গুলো দেখতে সুচালো সবুজ লম্বা লম্বা সরু কাঠির মত।

--------------------------------ঔষধী গুণ--------------

ছাতিম গাছের বাকল বা ছাল শুকিয়ে নিয়ে ওষুধের কাজে ব্যবহার করা হয়। দীর্ঘস্থায়ী অতিসার এবং আমাশয়ে এটি অত্যন্ত উপকরী। জ্বর ধীরে ধীরে নামায় বলে ম্যালেরিয়াতেও উপকারী।

অন্যান্য ওষুধে জ্বর নামার সময় খুব ঘাম এবং পরে যে দুর্বলতা হয়, ছাতিমে তা হয় না চর্মরোগেও ছাতিম ফলপ্রদ। স্নায়ুর শক্তিসূত্রে অসাড়তা আনে বলে রক্তের চাপ কমাতে ছাতিম উপকারী। কিছু পরীক্ষায় দেখা গেছে যে অ্যাণ্টিবায়োটিক কোন গুণ বা শারীরিক ক্রিয়ার সাহায্য করার কোন শক্তি ছাতিমের নেই।

Alstonia trees are used in traditional medicine. The bark of the Alstonia constricta and the Alstonia scholaris is a source of a remedy against malaria, toothache, rheumatism and snake bites[citation needed]. The latex is used in treating coughs, throat sores and fever.