PIPER BETLE
Scientific Name: Piper betle Family: Piperaceae
=========
বৈজ্ঞানিক নাম: Piper betle গোত্র: Piperaceaeপান একটি গাছের নাম।
=========
পানের উপকারিতা
* পান পাচন শক্তি বাড়ায়৷
* গলার সমস্যায় পান খুব উপকারী৷ আওয়াজপরিস্কার করতে পান সাহায্য করে৷
* রক্ত চাপ নিয়ন্ত্রন করতে পান সাহায্যকরে৷
* পান খেলে মুখের স্বাদ ফিরে আসে৷
* হৃদস্পন্দন নিয়ন্ত্রন করে পান৷
* পান খেলে পেট পরিস্কার হয়৷
Collection by treeplantbd
Scientific Name: Piper betle Family: Piperaceae
Get the name of a plant. Get the pages as they are
called. Get supari and is usually eaten with limeIs. Many people drink
and eat with the tobacco. It is used for drinking cibiye. In general,
olderGet over it people. Town, village shop and drink and drink a lot of
eating can be seen everywhere. Eating habits of the teeth red. Many
people like to drink drugEat. It is also a drug trial sedika goods.
Southern and southeastern Asia in a veryFamiliar foods. Generally, there
is no meeting or discussion apyayane the occasion to use it as a drink.
Although you get the plant patakei, they basically get a drink with
betel, lime and various types of carry chewing tobacco (tobacco goods),
catechu, etc. means together. Always with betel consumptionIt is,
however, like to eat and drink without the betel.Antarjatika cancer
research agency of the betel and get a kind of carcinogen (poison),
which is injurious to health. Kyansara mouth may get away with betel. A
study has been playing in the oral cancer risk in betel with 9.9 times
(including carry chewing tobacco) and 8.4Times (without carry chewing
tobacco).
=================বৈজ্ঞানিক নাম: Piper betle গোত্র: Piperaceaeপান একটি গাছের নাম।
যার পাতাকে পান
হিসেবে ডাকা হয়। পান সাধারনত সুপারী ও চুন সহযোগে খাওয়া হয়। অনেকে পানের
সাথে তামাক ও খেয়ে থাকে। এটি চিবিয়ে খাওয়ার জন্য ব্যবহার হয়। সাধারণত
বয়স্ক লোকেরা পান খেয়ে থাকে। শহরে, গ্রামে র্বত্রই প্রচুর পান দোকান ও
পান খাদক দেখা যায়। পান খাওয়ার প্রভাবে দাঁত লাল হয়ে যায়। অনেকে নেশার
মত পান খায়। সেদিক বিচারে এটিও একটি নেশা জাতীয় দ্রব্য।দক্ষিণ ও
দক্ষিণ-পূর্ব এশিয়ায় পান একটি অতি পরিচিত খাবার। সাধারণত অতিথি আপ্যায়নে
কিংবা কোন বৈঠকে আলোচনা শুরু করার উপলক্ষ্য হিসেবে পানের ব্যবহার দেখা
যায়। যদিও পান গাছের পাতাকেই পান বলা হয়, পান লতে মুলত পানের সাথে
সুপারি, চুন ও নানান রকমের জর্দা (তামাক জাতীয় দ্রব্য), খয়ের ইত্যাদি
একসাথে বোঝায়। পানের সাথে বসময়ই সুপারি দেয়া হয়, তবে অনেকেই সুপারি
ছাড়া পান খেতে পছন্দ করেন।আন্তার্জাতিক ক্যান্সার গবেষণা এজেন্সী'র মতে
সুপারি ও পান এক ধরনের কার্সিনোজেন (বিষ) যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
সুপারি সহ পান খেলে মুখের ক্যন্সার হতে পারে। এক গবেষণায় দেখা গিয়েছে
সুপারি দিয়ে পান খেলে মুখের ক্যান্সারের ঝুকি ৯.৯ গুন (জর্দা সহ) এবং
৮.৪গুন ( জর্দা ছাড়া)।
------------------- ---------------------
Advan tages
of units
* Get the digestive power increases.
* It is useful to know to
get in trouble.
NoiseIt helps you get clear.
* Get help control blood
pressureA.
* Get the ball back taste.
* Get control the heart rate.
* Get
the ball in the right abdomen.
==================পানের উপকারিতা
* পান পাচন শক্তি বাড়ায়৷
* গলার সমস্যায় পান খুব উপকারী৷ আওয়াজপরিস্কার করতে পান সাহায্য করে৷
* রক্ত চাপ নিয়ন্ত্রন করতে পান সাহায্যকরে৷
* পান খেলে মুখের স্বাদ ফিরে আসে৷
* হৃদস্পন্দন নিয়ন্ত্রন করে পান৷
* পান খেলে পেট পরিস্কার হয়৷
Collection by treeplantbd