পৃষ্ঠাসমূহ

Share

বুধবার, ২৪ অক্টোবর, ২০১২

MADHOBILOTTA FLOWER/মাধবীলতা

MADHOBILOTTA FLOWER/মাধবীলতা
------------------
Common name : Hiptage, Helicopter Flower
Bengali : Madhabilata
Botanical name : Hiptage benghalensis
Hindi : Madhavi lata
Tamil : Vasantakaala malligai
Manipuri : Madhabi
Kannada : Madhvi

==================
Like shrub or liana with scandent branches to 5 m high (16.5 ft) or more. Leaves simple, opposite, blade usually elliptic and 6-18 cm long (2.5-7 in) with an attenuate tip. Flowers intermittently during the year, flowers many, fragrant, borne in compact axillary racemes. Corolla of five free, elliptic to round, reflexed petals 1-1.7 cm long, white with one petal yellow in the center, margins fringed. Fruit a samara with three spreading, papery oblanceolate to elliptic wing 2-5 cm long" (Whistler, 2000). White and fragrant flowers of 2-3 cm diameter are borne in erect, pubescent racemes of 10-20 cm length, the pedicels being 15-20 mm long. Flowers have a yellow centre and orbicular to elliptic petals that are hairy outside
------------------------------------
উচ্চ 5 মি (16.5 ফুট) বা আরও scandent শাখার সঙ্গে গুল্ম বা পুষ্পলতা. একটি কৃশ টিপ দিয়ে সহজ, বিপরীত, ফলক সাধারণত উপবৃত্তাকার এবং 6-18 সেমি দীর্ঘ (2.5-7 মধ্যে) পত্রাদি. ফুল intermittently সময় বছর, অনেক ফুল, সুগন্ধ, কম্প্যাক্ট বগলের racemes মধ্যে বহন করে. করোলা পাঁচটি ফ্রি যাও বৃত্তাকার, উপবৃত্তাকার র, পাপড়ি 1-1.7 সেমি লম্বা, এক কেন্দ্রে পাপড়ি হলুদ, মার্জিন fringed সঙ্গে সাদা reflexed. ফলের একটি সামারা তিনটি ছড়াতে, উপবৃত্তাকার গরূৎ 2-5 সেমি লম্বা "(হুইসলারের, 2000) যাও কাগজ - তুল্য oblanceolate সঙ্গে. 2-3 সেমি ব্যাসের মধ্যে হোয়াইট এবং সুগন্ধি ফুলের খাড়া, 10-20 সেমি দৈর্ঘ্যের রোশম racemes, pedicels মধ্যে বাহিত হয় হচ্ছে 15-20 মি.মি. লম্বা. ফুল হলুদ উপবৃত্তাকার পাপড়ি যে লোমশ বাইরে কেন্দ্র এবং বৃত্তাকার আছে।

INFORMATION Collected by TREE.BD

বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১২

Piper Betle--(পান পাতা)

 PIPER BETLE
Scientific Name: Piper betle Family: Piperaceae 
Get the name of a plant. Get the pages as they are called. Get supari and is usually eaten with limeIs. Many people drink and eat with the tobacco. It is used for drinking cibiye. In general, olderGet over it people. Town, village shop and drink and drink a lot of eating can be seen everywhere. Eating habits of the teeth red. Many people like to drink drugEat. It is also a drug trial sedika goods. Southern and southeastern Asia in a veryFamiliar foods. Generally, there is no meeting or discussion apyayane the occasion to use it as a drink. Although you get the plant patakei, they basically get a drink with betel, lime and various types of carry chewing tobacco (tobacco goods), catechu, etc. means together. Always with betel consumptionIt is, however, like to eat and drink without the betel.Antarjatika cancer research agency of the betel and get a kind of carcinogen (poison), which is injurious to health. Kyansara mouth may get away with betel. A study has been playing in the oral cancer risk in betel with 9.9 times (including carry chewing tobacco) and 8.4Times (without carry chewing tobacco).
==========================
বৈজ্ঞানিক নাম: Piper betle গোত্র: Piperaceaeপান একটি গাছের নাম। 
যার পাতাকে পান হিসেবে ডাকা হয়। পান সাধারনত সুপারী ও চুন সহযোগে খাওয়া হয়। অনেকে পানের সাথে তামাক ও খেয়ে থাকে। এটি চিবিয়ে খাওয়ার জন্য ব্যবহার হয়। সাধারণত বয়স্ক লোকেরা পান খেয়ে থাকে। শহরে, গ্রামে র্বত্রই প্রচুর পান দোকান ও পান খাদক দেখা যায়। পান খাওয়ার প্রভাবে দাঁত লাল হয়ে যায়। অনেকে নেশার মত পান খায়। সেদিক বিচারে এটিও একটি নেশা জাতীয় দ্রব্য।দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় পান একটি অতি পরিচিত খাবার। সাধারণত অতিথি আপ্যায়নে কিংবা কোন বৈঠকে আলোচনা শুরু করার উপলক্ষ্য হিসেবে পানের ব্যবহার দেখা যায়। যদিও পান গাছের পাতাকেই পান বলা হয়, পান লতে মুলত পানের সাথে সুপারি, চুন ও নানান রকমের জর্দা (তামাক জাতীয় দ্রব্য), খয়ের ইত্যাদি একসাথে বোঝায়। পানের সাথে বসময়ই সুপারি দেয়া হয়, তবে অনেকেই সুপারি ছাড়া পান খেতে পছন্দ করেন।আন্তার্জাতিক ক্যান্সার গবেষণা এজেন্সী'র মতে সুপারি ও পান এক ধরনের কার্সিনোজেন (বিষ) যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সুপারি সহ পান খেলে মুখের ক্যন্সার হতে পারে। এক গবেষণায় দেখা গিয়েছে সুপারি দিয়ে পান খেলে মুখের ক্যান্সারের ঝুকি ৯.৯ গুন (জর্দা সহ) এবং ৮.৪গুন ( জর্দা ছাড়া)।
----------------------------------------
Advantages of units
* Get the digestive power increases.
* It is useful to know to get in trouble. 
NoiseIt helps you get clear.
* Get help control blood pressureA.
* Get the ball back taste.
* Get control the heart rate.
* Get the ball in the right abdomen.
===========================
পানের উপকারিতা
* পান পাচন শক্তি বাড়ায়৷
* গলার সমস্যায় পান খুব উপকারী৷ আওয়াজপরিস্কার করতে পান সাহায্য করে৷
* রক্ত চাপ নিয়ন্ত্রন করতে পান সাহায্যকরে৷
* পান খেলে মুখের স্বাদ ফিরে আসে৷
* হৃদস্পন্দন নিয়ন্ত্রন করে পান৷
* পান খেলে পেট পরিস্কার হয়৷ 

Collection by treeplantbd

সোমবার, ৪ জুন, ২০১২

Alstonia/ছাতিম ফুলের গাছ


Alstonia / ছাতিম ফুলের গাছ - 

ছাতিম/ALSTONIA

বাংলা নাম: ছাতিম,English: Dita bark, Devil tree বৈজ্ঞানিক নাম: Alstonia scholaris,

গোত্র: Apocynaceae ছাতিম অক্টোবর মাসে ছোট ছোট সবুজাভ থোকা থোকা সুগন্ধী

ফুলে গাছটি ছেয়ে যায়।

============================================

These trees can grow very large, such as Alstonia pneumatophora, recorded with a height of 60 m and a diameter of more than 2 m. Alstonia longifolia is the only species growing in Central America (mainly shrubs, but also trees 20 m high).

============================================

চির সবুজ এই বৃক্ষ বাংলাদেশের সব জায়গাতেই দেখা যায়। গাছটির স্পেসিস নাম ’স্কুলারিস’ কারণ এই গাছের কাঠ স্কুলের বাচ্চাদের লেখার স্লেট তৈরীতে ব্যবহৃত হয়।

ইংরেজীতে গাছটির নাম ’ডেভিল ট্রি’ বা শয়তানের গাছ , এর কারণ আর কিছুই নয় মানুষের কল্পনা।  দারুন সুন্দর দেখতে এই গাছটি লম্বা, ধুসর রুক্ষ বাকল। ছাতিমের ডাল ও পাতার বিন্যাসটা চমৎকার, একটা পয়েন্ট থেকে অনেকগুলো ডাল বা পাতার সৃষ্টি হয়। পাতাগুলো কিছুটা গোলাকৃতির, চামড়ার মত পুরু, গাঢ় সবুজ, ডালের প্রতিটি পয়েন্ট থেকে ৪-৭টি পাতা বের হয়। ফুল ফুটুক আর নাই ফুটুক গাছটির আকৃতি খুবই সুন্দর।

ছাতিমের কাঠ খুবই নরম প্রকৃতির, এর কাঠ দিয়ে সাধারনত প্যাকিং বক্স, ব্লাকবোর্ড ইত্যাদি  তৈরী করা হয়। এর বাকল রক্তআমাশয়ে ও জ্বরের চিকিৎসায় ব্যবহৃত হয়। পশ্চিমা দেশগুলোতে মানুষ এই গাছের নীচে বসতে বা এই গাছের নীচ দিয়ে যেতে অনিচ্ছুক কারন শয়তানে ভয় এর ফল গুলো দেখতে সুচালো সবুজ লম্বা লম্বা সরু কাঠির মত।

--------------------------------ঔষধী গুণ--------------

ছাতিম গাছের বাকল বা ছাল শুকিয়ে নিয়ে ওষুধের কাজে ব্যবহার করা হয়। দীর্ঘস্থায়ী অতিসার এবং আমাশয়ে এটি অত্যন্ত উপকরী। জ্বর ধীরে ধীরে নামায় বলে ম্যালেরিয়াতেও উপকারী।

অন্যান্য ওষুধে জ্বর নামার সময় খুব ঘাম এবং পরে যে দুর্বলতা হয়, ছাতিমে তা হয় না চর্মরোগেও ছাতিম ফলপ্রদ। স্নায়ুর শক্তিসূত্রে অসাড়তা আনে বলে রক্তের চাপ কমাতে ছাতিম উপকারী। কিছু পরীক্ষায় দেখা গেছে যে অ্যাণ্টিবায়োটিক কোন গুণ বা শারীরিক ক্রিয়ার সাহায্য করার কোন শক্তি ছাতিমের নেই।

Alstonia trees are used in traditional medicine. The bark of the Alstonia constricta and the Alstonia scholaris is a source of a remedy against malaria, toothache, rheumatism and snake bites[citation needed]. The latex is used in treating coughs, throat sores and fever.